ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জিনসের ছোট পকেট কেন থাকে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কখনও কি খেয়াল করে দেখেছেন, জিনসের পকেটের সঙ্গ জুড়ে দেওয়া থাকে আরও একটি ছোট্ট পকেট? সাধারণত কিছুই রাখা হয় না ওই পকেটটিতে। তাহলে এটি থাকে কেন? আদতে তো তার কোনও ব্যবহার নেই। এবার এই নিয়ে দু-চার কথা বলে নেওয়া যাক।

একটি জনপ্রিয় জিনসের ব্র্যান্ড ১৮৯০ সালের কাছাকাছি যখন প্রথম জিনস বানাতে শুরু করে তখন পকেট ঘড়ির ব্যবহার বেশ রমরমা ছিল। ছোট্ট সেই পকেটে অনায়াসেই ঘড়িটিকে রেখে দেওয়া যেত। কিন্তু এখন স্মার্ট ওয়াচের যুগ, তাই ছোট্ট পকেটটি ফাঁকাই থাকে, কোনও কাজে লাগে না। যুগের পরিবর্তনে পকেট ঘড়ির ব্যবহার বিলুপ্ত হলেও জিনস প্যান্টের ডিজাই কিন্তু একই থেকে গেছে।  

তবে এ যুগে এসে প্যান্টের ছোট্ট পকেটটি কী কাজে লাগাতে পারেন বলুন তো?

রাখতে পারেন খুচরা পয়সা, প্রয়োজনীয় ছোট চিরকুট কিংবা এই জাতীয় কোনও কিছু। 

সূত্র: এই সময়

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি